ব্যাংক এবং ব্যাংকার কি – What is Bank and Banker

ব্যাংক হলো এমন একটি ব্যক্তি বা প্রতিষ্ঠান যা ধার করা অর্থের ধারক। মানে হল যে প্রতিষ্ঠান অর্থ বা মুদ্রা ব্যবসায়ের সাথে জড়িত তাকে ব্যাংক বলে।

অপরদিকে ব্যাংক ব্যবসায়ের সাথে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ব্যাংকার বলে।

অন্যভাবে বলতে গেলে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যাংকিং কার্যক্রমের সাথে জড়িত সেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ব্যাংকার বলে।

ব্যাংক | Bank:

যে সকল আর্থিক প্রতিষ্ঠান তাদের প্রত্যক্ষ ব্যবসায়ে সূর্য হিসেবে অর্থ জমা গ্রহণ, ঋণদান, অর্থের আদান-প্রদান, নোট প্রচলন ইত্যাদি কার্যের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে তাকে ব্যাংক বলে।

বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে ব্যাংকের সংজ্ঞা প্রদান করেছেন তা নিম্নরূপ :

অধ্যাপক ক্রাউত্থার -এর মতে, “ব্যাংক হলো নিজেদের ও অন্য লোকদের ঋণের ব্যবসায়ী।” (“A bank is dealer in debt of his own and of other people.”)

R.S. Sayers-এর মতে, “ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান যা গৃহীত ঋণের মাধ্যমে জনগণের ঋণ নিষ্পত্তি করে।” (Banks
are institutions whose debts are commonly accepted in final settlement of other peoples debts).

F.E Perry-এর মতে, “যে প্রতিষ্ঠান অর্থের ব্যবসায় এবং আমানত গ্রহণ করে তাকে ব্যাংক বলে।” (Bank is an establishment which deals in money receiving it on deposit).

অধ্যাপক জন হেরী বলেন, “ব্যাংক হলো একটা অর্থনৈতিক ব্যবসায় প্রতিষ্ঠান, যার একমাত্র লক্ষ্য হলো অর্থ ও ঋণের দলিল বিনিময়ের মাধ্যমে মুনাফা অর্জন।”

অধ্যাপক হার্ড বলেন, “ব্যাংক হলো এমন একজন ব্যক্তি, প্রতিষ্ঠান অথবা কোম্পানি, যা অন্যান্য ব্যবসায় প্রতিষ্ঠানের মতো অর্থের ব্যবসায় করে।”

অর্থনীতিবিদ কেয়ার্নক্রস বলেন, “ব্যাংক হলো এমন এটি মধ্যস্থ আর্থিক কারবারি প্রতিষ্ঠান, যে ধার করা অর্থের ধারক হিসেবে কাজ করে।”

অধ্যাপক চেম্বারস-এর মতে, “অর্থ সংরক্ষণ, ঋণদান এবং বিনিময় ইত্যাদি কার্যে নিয়োজিত কার্যালয় বা প্রতিষ্ঠানই হলো ব্যাংক।”

পরিশেষে বলা যায়, যেকোনো আর্থিক প্রতিষ্ঠান যা মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থসংগ্রহ, সংরক্ষণ এবং বিভিন্ন মাধ্যমে বিনিময় ঋণ দান ও বিনিয়োগের সাথে জড়িত তাকে ব্যাংক বলে।

বিভিন্ন ধরনের ব্যাংকের উদাহরণ

শাখা ব্যাংকিং কি?
উত্তর : একটি প্রিন্সিপাল বা প্রধান অফিসের মাধ্যমে কোনো নির্দিষ্ট এলাকা বা জনগোষ্ঠীর মধ্যে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় তাকে শাখা ব্যাংকিং ব্যবস্থা বলে।

সানসি ব্যাংক কী?
উত্তর : সানসি ব্যাংক হলো পৃথিবীর সর্বপ্রথম সুসংগঠিত ব্যাংক। যা চীনে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে প্রতিষ্ঠা লাভ করে । তাকে বিশেষায়িত ব্যাংক বলে।

মিশ্র ব্যাংক কি?
উত্তর : যে ব্যাংকসমূহ একাধারে বাণিজ্যিক ব্যাংক এবং বিশেষায়িত ব্যাংকের কার্যাবলি পালন করে সেগুলোকে মিশ্র ব্যাংক বলে।

চেইন ব্যাংকিং কি?
উত্তর : যখন কতকগুলো ব্যাংক নিজেদের পৃথক সত্তা বজায় রেখে নিজেদের মধ্যে ধ্বংসাত্মক প্রতিযোগিতা হ্রাস করে যৌথভাবে ব্যাংকিং কার্যাবলি সম্পাদন ও নিয়ন্ত্রণ করে থাকে তখন তাকে চেইন ব্যাংকিং বলে।

গ্রুপ ব্যাংক কাকে বলে?
উত্তর : যখন দুই বা ততোধিক ব্যাংক একটি হোল্ডিং কোম্পানির অধীনে একত্রিত হয়ে উক্ত কোম্পানির দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে ব্যাংকিং কার্যাবলি সম্পাদন করে তখন তাকে গ্রুপ ব্যাংকিং বলে।

কর্মসংস্থান ব্যাংক কী?
উত্তর : বেকারদের কর্মসংস্থান সৃষ্টি ও উন্নয়নে যে ব্যাংক কাজ করে থাকে তাকে কর্মসংস্থান ব্যাংক বলে।

তফসিলী ব্যাংক কী?
উত্তর : কেন্দ্রীয় ব্যাংকের তালিকার অন্তর্ভুক্ত ব্যাংককে তফসিলী ব্যাংক বা তালিকাভুক্ত ব্যাংক বলে।

ব্যাংকার | Banker:

ব্যাংকার সম্পর্কিত বিভিন্ন ব্যক্তির মতামত নিয়ে উল্লেখ করা হলো-

Prof. Crowther-এর মতে, “নিজের এবং অন্যের ঋণের ব্যবসায়ের সাথে জড়িত ব্যক্তিকে ব্যাংকার বলে।” (A bank is a dealer in debts of his own of other people.)

১৮৮১ সালের ব্রিটিশ স্ট্যাম্প আইন-এর মতে, ব্যাংক ব্যবসায়ে জড়িত যেকোনো ব্যক্তিকে ব্যাংকার বলে।” (Any person carrying on the business of banking is a banker.)

হস্তান্তরযোগ্য দলিল আইন-এর মতে, “ব্যাংকিং কাজে নিয়োজিত যেকোনো ব্যক্তি ও ডাকঘর সঞ্চয় ব্যাংককে ব্যাংকার বলে।”

অধ্যাপক এইচ. এল. হার্ট-এর মতে, “ব্যাংকার বলতে ঐ ব্যক্তি বা কোম্পানিকে বুঝায়, যার চলতি হিসাবে মক্কেলদের অর্থ এবং ড্রাফট সংগ্রহ করে এবং তাদের ব্যাংক হিসাবে প্রয়োজনীয় অর্থ থাকার শর্তে তাদের চেকের মূল্য পরিশোধ করে।”

পরিশেষ

প্রত্যক্ষ অর্থে ব্যবসায়ে লিপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠাকেই ব্যাংক বলা হয়। আর ব্যাংকিং কার্যে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তি, প্রতিষ্ঠান, উদ্যোক্তা, পরিচালক, ব্যবস্থাপক ইত্যাদি সকলকে ব্যাংকার বলে।

Leave a Comment