আধুনিক ব্যাংকের প্রধান বৈশিষ্ট্যসমূহ | Main Features of Modern Bank

ব্যাংক একটি আর্থিক ব্যবসায় প্রতিষ্ঠান। আর্থিক ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে ব্যাংক অন্যান্য প্রতিষ্ঠান হতে যথেষ্ট ব্যতিক্রমধর্মী কার্যসম্পাদন করে।

তাই এর অস্তিত্বও ভিন্ন ধরনের। ফলে আধুনিক ব্যাংকের বিশেষ কতকগুলো পৃথক বৈশিষ্ট্য রয়েছে।

আধুনিক ব্যাংকের প্রধান বৈশিষ্ট্যসমূহ | Main Features of Modern Bank

আধুনিক ব্যাংকের অনেক বৈশিষ্ট্য রয়েছে যা আধুনিক ব্যাংককে আগের পুরনো ব্যাংক থেকে সম্পুরন আলাদা করে। নিম্নে আধুনিক ব্যাংকের প্রধান বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করা হলো –

১. সংগঠন কাঠামো : ব্যাংক একটি মধ্যস্থ আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক একজন ব্যক্তি বা একটি সংগঠনও হতে পারে।

২. আইনের অধীনে সৃষ্টি : ব্যাংক দেশের প্রচলিত ব্যাংকিং আইন ও সরকারি অনুমোদনসহ নিজস্ব আইনের অধীনে গঠিত হয়।

৩. কৃত্রিম ব্যক্তিসত্তা : অন্যান্য ব্যবসায় প্রতিষ্ঠানের মতো যৌথ মালিকানায় গঠিত ব্যাংকেরও কৃত্রিম ব্যক্তিসত্তা থাকে ।

৪. সততা ও বিশ্বস্ততা : সততা ও বিশ্বস্ততা ব্যাংকের একটি অনন্য বৈশিষ্ট্য। ব্যাংককে সততা ও বিশ্বস্ততার সাথে কাজ
করতে হয়।

৫. গোপনীয়তা : গোপনীয়তা রক্ষা করা ব্যাংকের আরেকটি অনন্য বৈশিষ্ট্য বৈশিষ্ট্য। ব্যাংক মক্কেলের অনুমতি ছাড়া তার টাকার হিসাব সম্পর্কিত তথ্য কারও নিকট প্রকাশ করে না। এ ব্যাপারে ব্যাংক পূর্ণ গোপনীয়তা রক্ষা করে ।

৬. নিরাপদ সংরক্ষক : একটি আধুনিক ব্যাংক নিরাপদ সংরক্ষক হিসেবেও পরিচিত। ব্যাংক মক্কেলের মূল্যবান দলিলপত্র, গহনাপত্র ইত্যাদি নিরাপদ জায়গায় সংরক্ষণ করে থাকে।

৭. আর্থিক সচ্ছলতা : ব্যাংকের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো আর্থিক সচ্ছলতা । মক্কেলদের আমানত ও আর্থিক দাবি যথাযথভাবে পূরণ করার জন্য ব্যাংককে আর্থিক দিক থেকে অবশ্যই সচ্ছল হতে হবে।

৮. আমানত গ্রহণ : ব্যাংক জনগণের নিকট হতে বিভিন্ন হিসাবের মাধ্যমে অর্থ আমানত গ্রহণ করে থাকে।

৯. ঋণদান : ব্যাংক আমানতি টাকা সুদের বিনিময়ে ব্যক্তি, ব্যবসায় প্রতিষ্ঠান ও সংগঠনকে ঋণ প্রদান করে থাকে ।

১০. সুদ প্রদান ও গ্রহণ : ব্যাংক নির্দিষ্ট হারে জনগণের আমানতের জন্য সুদ প্রদান করে এবং ঋণ প্রদানের জন্য সুদ গ্রহণ করে থকে।

১১. মুনাফা অর্জন : মুনাফা অর্জন করা ব্যাংকের একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ব্যাংক মুদ্রা বা বাট্টা গ্রহণ ও প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে।

আধুনিক ব্যাংকের প্রধান বৈশিষ্ট্যসমূহ

অন্যান্য বৈশিষ্ট্যসমূহ

আধুনিক ব্যাংকের অন্যান্য বৈশিষ্ট্যর মাঝে রয়েছে-

অর্থ স্থানান্তর : ব্যাংক একস্থান হতে অন্যস্থানে অর্থের নিরাপদ ও সহজ স্থানান্তরের কাজটি করে থাকে ।

মক্কেলের প্রতিনিধি : ব্যাংক তার মক্কেলদের প্রতিনিধি হিসেবে মক্কেলের প্রাপ্য বিল, চেক ইত্যাদির অর্থসংগ্রহ করে থাকে। আবার প্রদেয় বিল, চেক ইত্যাদির অর্থ পরিশোধও করে থাকে।

সেবামূলক কার্যাদি : অর্থ স্থানান্তর ও আর্থিক বিষয়ে ব্যাংক মক্কেলদের উপদেশ ও পরামর্শ দান করে থাকে ।

মূলধন গঠন : ব্যাংক সঞ্চয় সংগ্রহের মাধ্যমে দেশের মূল্যবান মূলধন গঠন করে থাকে।

মালিকানা : ব্যাংক সরকারি বা বেসরকারি অথবা যৌথ মালিকানায় গঠিত হতে পারে।

পরিশেষেঃ

উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, আধুনিক ব্যাংকের উপর্যুক্ত বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়। আর এসব বৈশিষ্ট্যের কারণে আধুনিক ব্যাংককে অন্যান্য ব্যবসায় প্রতিষ্ঠান হতে একটি স্বতন্ত্র আর্থিক ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়।

Leave a Comment